সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের তীর রক্ষা কাজের উদ্বোধন করলেন এমপি আজিজ

0
155

আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার: কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজের উদ্বোধন
করলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। শনিবার দুপুরে
কপোতাক্ষ নদের বিদায় ঘাট এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি ওই কাজের
উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার,
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আবু শারাফ
সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার ঘোষ, কেশবপুর
পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন,
কপোতাক্ষ নদের সাগরদাঁড়ি নামক স্থানের আধা কিলোমিটার এলাকায় পানি উন্নয়ন
বোর্ডের উদ্যোগে ৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮ টাকা ব্যয়ে নদের তীর প্রতিরক্ষা ও
সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here