চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ভ্যানচালকের স্ত্রীর মৃত্যু, স্বামী- সন্তান জখম 

0
156
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালিভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ভ্যান চালকের স্ত্রীর মৃত্যু হয়েছে।এসময়  স্বামী- সন্তান জখম  হয়েছে। সোমবার  দুপুর ১টায় আলমডাঙ্গা উপজেলা সদরের কালিদাসপুর ব্রিজমোড়ে  ব্যাটারিচালিত ভ্যানযোগে কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমবাড়িয়া গ্রামের বাসিন্দা  স্বামী ভ্যানচালক হামিদুল ইসলাম (৪১),স্ত্রী  আনজিরা খাতুন(৩৩) ও ছেলে আশরাফুল ইসলাম (৮) একই ভ্যান যোগে আসার পথে  আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উঠতেই বালু বোঝাই ট্রাকের  সাথে ধাক্কা লাগে ও ট্রাকের চাকার নিচে গৃহবধূ আনজিরা ছিটকে পরে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এসময়  স্বামী হামিদুল ও ছেলে আশরাফুল গুরুত্বর আহত হয়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এদিকে  খবর পেয়ে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানা পুলিশ,  ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিহত গৃহবধূর লাশ করে।
ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের ছিন্নভিন্ন অংশগুলো সংগ্রহ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়। আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ কুমার জানান, ট্রাকের চাকায় এক গৃহবধূ নিহত হয়েছে। তার স্বামী ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালক দর্শনা থানার পুরাতন বাজারের আক্তারুজামান কে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here