জীবননগরে মাদক পাচারকারীর দা’র  কো‌পে ২ ডি‌বি পু‌লিশ  জখম

0
233
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)  প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে মাদক কারবারীর হাতে   গোয়েন্দা পুলিশের  দু’ সদস্য দা’র কোপে জখম হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টায় জীবননগর উপজেলার মনোহরপুর-সন্তোষপুর সড়কের মাঝে স্থানে জেলা গোয়েন্দা পুলিশ এক অভিযান চালায়।এসময় ঝিনাইদহ জেলার পাবহাটি গ্রামের শ্রী দিলীপ বিশ্বাসের ছেলে  শ্রী রাজন বিশ্বাস(৩৫) কে জেলা গোয়েন্দা  পুলিশের সদস্যরা গতিরোধ করে। চোরাকারবারী পুলিশ লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি  আঘাত করলে গোয়েন্দা পুলিশের সদস্য মো: আশাদুল ইসলাম ও মো: সাকিব জখম হয়। হামলা করে পালানোর সময় ডিবি পুলিশ একজনকে  ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরে ডিবি পুলিশের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ‘মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দু’জন পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ সময় হামলাকারী একজনকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।’
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here