থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে ১৭ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা

0
160

যশোর অফিস : যশোর শহরস্থ মুন্সী মেহেরুল্লাহ ময়দান টাউন হল মাঠে থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে উক্ত সংগঠনের উপদেষ্টা ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে ১৭ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার,যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দীন লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু নাট্যোৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব কামরুল হাসান রিপন প্রমুখ।যশোরে আন্তর্জাতিক নাট্যোৎসব ২২ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পযর্ন্ত ১৭ দিনব্যাপী দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকীতে মহাকবিকে উৎসর্গ করে থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে এ নাট্যোৎসব শুরু হয়।সংস্কৃতি জাগরূক প্রাণ- থিয়েটার শিখা অনির্বাণ’ স্লোগানকে সামনে রেখে এ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও নেপালের প্রথিতযশা ১৬টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here