ফকিরহাটের শেখ নার্সিং পয়েন্ট ও হ্যাচারীর শুভ উদ্বোধন উপলে দোয়া

0
247
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটের শেখ নার্সিং পয়েন্ট ও হ্যাচারী’র শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ আদায়ের পর মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা কামরুল হাসান দোয়া পরিচালনা করেন।  এসময় উপস্থিত ছিলেন শেখ নার্সিং পয়েন্ট ও হ্যাচারী’র পরিচালক ও ফকিরহাট বর্ণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শেখ কামরুল ইসলাম, মসজিদ কমিটির সদস্য শেখ শামসুজ্জামান দিনু ও শেখ সৈয়দ আলী সহ আগত ধর্মপ্রাণ মুসল্লীগন। শেখ নার্সিং পয়েন্ট ও হ্যাচারীর পরিচালক শেখ ইমরুল হাসান ও শেখ সিরাজুল ইসলাম এ প্রতিবেদককে জানান ফকিরহাট উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার ঘের ব্যবসায়ীদের কথা চিন্তা করে উন্নতমানের পোনা সংগ্রহ এবং নার্সিং পয়েন্টের মাধ্যমে উন্নত জাতের রেনু পোনা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পাওয়া যাবে বলেও তাঁরা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here