স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: এমপি ইয়াকুব আলী 

0
170

মণিরামপুর : যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘আজকের নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনের দেশের চালিকা শক্তি। তোমরাই আগামিতে বাংলাদেশকে বিশ্বের দরবারে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সু শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাখাতে বেশি নজর রাখছেন। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’।শুক্রবার বিকেলে মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত মন্ডলের সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, ‘আমি এমপি হয়েছি আপনাদের ভোটে। এ জন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতায় মণিরামপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমার কারও প্রতি কোন রাগ, অভিমান বা হিংসা নেই’। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, হাশেম আলী, অনন্ত কুমার দেবনাথ, বাবুল আক্তার বাবলু ও সন্দীপ ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here