মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ মটরসাইকেল নিয়ে গাছের সাথে ধাক্কা লাগা আহত কলেজ ছাত্রের চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৫ টায় দর্শনা থানার ছোট শলুয়া গ্রামের আশরাফুজ্জামান ওরফে সানাউল্লাহর ছেলে তুহিন ইমরান(১৮)’র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ১৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তুহিন মোটরসাইকেলে করে বেগমপুর গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বেগমপুর কেরুর ফার্মের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তুহিন গুরুতর আহত হন।পরে তাকে
বাড়ির লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি রাখেন।
তুহিনের অবস্থার অবনতি হলে ১৬ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।















