ফকিরহাটে তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড একাদশ চ্যম্পিয়ন

0
324
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে তপন স্মৃতি চতুর্থ চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফুটবল খেলায় বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড একাদশ দল চ্যম্পিয়ন হয়েছে।
খুলনার রুপসা উপজেলার কাজদিয়া মনসুর স্মৃতি সংসদকে ফাইনালে ৪-২ গোলে পরাজিত করে বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড চ্যম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড একাদশের পক্ষে শেখ মনিরুজ্জামান মনি ১ লক্ষ টাকা প্রাইজ মানি গ্রহণ করেন। রানারআপ দল খুলনা জেলার রূপসার কাজদিয়া মুনসুর স্মৃতি সংঘ দলকে ৫০ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।
 মের্সাস বেতাগা ট্রেডার্সের সার্বিক তত্ত্বাবধায়নে এ খেলায় খুলনা জেলার রূপসার কাজদিয়া মুনসুর স্মৃতি সংঘ, ফকিরহাট সদর বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেড একাদশ, নলধা খড়রিয়া স্পোর্টিং ক্লাব ও মুলঘর ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহণ করে। খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন দাশের বড় ভাই কানাডা প্রবাসী জীবন কৃষ্ণ দাশ।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের ভাই তপন দাশের অকাল প্রায়নের পর মের্সাস বেতাগা ট্রেডার্স-এর পক্ষ হতে প্রতিবছর এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী দলগুলো দেশি বিদেশী খেলোয়ারদের নিয়ে দল গঠন করেন। প্রবল প্রতিদ্বন্দীতাপূর্ণ ফুটবল খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শনার্থী মাঠে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here