কুয়াদা যশোর প্রতিনিধি : যশোর সদর ও মনিরামপুরের সীমান্তবর্তী কুয়াদা স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। জানা যায়, কুয়াদা স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারীরা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে নিজ ইচ্ছামাফিক তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল’র বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, গত ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের সময় তিনি ডান হাত ব্যবহার না করে বাম হাত দিয়ে জাতীয় পতাকা রশি টানছেন, যা অত্যন্ত দৃষ্টিকটু এবং জাতীয় পতাকা অবমাননার সামিল। অন্যদিকে বিদ্যালয়ের ল্যাব সহকারী মেহেদী হাসান’র বিরুদ্ধে প্রতিষ্ঠানের ভিতর মাদকদ্রব্য (গাজা) সেবনের অভিযোগ রয়েছে। মাদকদ্রব্য সেবনের বিষয়ে এলাকাবাসী ম্যানেজিং কমিটি ও অধ্যক্ষ বরাবর লিখিত অবিযোগ দায়েরও করেছেন। ম্যানেজিং কমিটি বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করলে তিনি কোন কথায় কর্ণপাত করেননি বা অভিযুক্ত ল্যাব সহকারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণও করেননি। অপরদিকে অত্র প্রতিষ্ঠানের অফিস সহকারী রাজন প্রতিষ্ঠান চলাকালীন টেবিলের উপর পা তুলে বসে আড্ডা দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এত এত অভিযোগ থাকার পরও প্রধান শিক্ষক বা তার কর্মচারীদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রশ্ন উঠেছে, ধুরন্ধর এই শিক্ষক কর্মচারীদের খুটির জোর কোথায় ? এলাকাবাসীর দাবি, অবিলম্বে অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক, ল্যাব সহকারী ও অফিস সহকারীর বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তপূর্বক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।















