মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

0
170
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মো. সাইফুল ইসলাম (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

বুধ বার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকার মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় পিকআপে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটক আবুল হোসেন (৩২) চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে।  বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায় মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে গোপালগঞ্জ টু খুলনা নোয়াপাড়াগামী মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় পিকআপ তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।তিনি আরও জানান, আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এব্যাপারে আটক আবুল হোসেন ও মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের  পুলিশের এ কর্মকর্তা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here