মাগুরায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বড়রিয়া ফাজিল মাদ্রাসা ও প্রধান আক্তারুজ্জামান নির্বাচিত

0
269

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে: মাগুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর পুরষ্কার বিতরণ করা হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বচিত হয়েছে মহম্মদপুর উপজেলার বড়রিয়া এ ডব্লিউ ফাযিল মাদ্রাসা। একই সাথে প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) ক্যাটারিতে অত্র মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো. আক্তারুজ্জামান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিবেসে নির্বচিত হয়েছেন।গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন ক্যাটারিতে নির্বচিতদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক
মোহাম্মদ আবু নাসের বেগ। একই মাদ্রাসার আরবী প্রভাষক মো. আবু নাঈমের হাতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার তুলে দেন।এসময় জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।ওই সময় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ছাড়াও, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইডসহ, হামদ-নাত, বাংলা-ইংরেজি রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, জারিগান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তব্য প্রতিযোগিতা, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা
হয়েছে।শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শরীফ মো. আক্তারুজ্জামান বলেন, বড়রিয়া এ ডব্লিউ ফাযিল মাদ্রাসা ১৯০৭ সালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে আমি অধ্যক্ষ হিসেবে যোগদানের পর একবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পাই। এবারো পুরষ্কার পেয়েছি। বড়রিয়া মাদ্রাসাটিকে আরো সুন্দর করার জন্য এলাকাবাসীসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here