বাগেরহাটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

0
269
মেহেদী হাসান বাগেরহাট : অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ২১০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করেছে। উক্ত তালিকায় বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান এবং ফকিরহাট উপজেলার কৃতি সন্তাান, দোহাজারী গ্রামের গৌরভ মৃতঃ সদানন্দ দে কনিষ্ঠ্য পুত্র কেরানীগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) অলক কুমার দে পদক প্রাপ্ত হওয়ায় বাগেরহাট বাসীর পক্ষ থেকে তাদের প্রতি শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here