জীবননগরে ৩৬ বোতল ফেন্সিডিলসহ ফেলে যাওয়া মোটরসাইকেল উদ্ধার 

0
197
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ৩৬ বোতল ফেন্সিডিলসহ  বহনকারী মোটর সাইকেল উদ্ধার করেছে।
শনিবার সকাল ৬টায় দিকে  জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) মোঃ ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ  সন্তোষপুর গ্রামে এক অভিযান চালায়।এসময় গ্রামের ভৈরব নদীর  ব্রীজের পশ্চিম পাশে এক মটরসাইকেলকে গতিরোধ করলে দু ব্যাক্তি  মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে  একটি কালো রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন Honda Shine SP ১২৫ সিসি মোটরসাইকেল তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।পরে রাজাপুর গ্রামের কবির হোসেনের ছেলে রাসেল(২৫)ও গয়েশপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন(৩২)কে পলাতক দেখিয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here