এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ মণিরামপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২মার্চ) বিকেলে মণিরামপুর থানার আয়োজনে উপজেলার ৩নং ভোজগাতী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম মেহেদী মাসুদ বলেন,পুলিশ জনগনের বন্ধু, পুলিশ জনগনের সেবক। মণিরামপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।প্রতিটি পরিবারের অভিভাবকদেরই তার সন্তানদের যাওয়া আসা ও মেলামেশার দিকে নজর রাখতে হবে। সন্তানকে গভীর রাত পর্যন্ত মোবাইল ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে। সুনাগরিক হিসেবে নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া সহ আপনজনদের সচেতন করতে হবে।
বিট পুলিশিং সভায়, ইউনিয়নের সাধারণ নাগরিক পুলিশিং সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া তুলে ধরেন।
এ সময় ইউপি সদস্য, দায়িত্বরত বিট অফিসার, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















