যশোরে বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত

0
192

স্টাফ রিপোর্টার : যশোরে বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর পঞ্চম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ একরাম-উদ-দ্দৌলা। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাবেক সভাপতি সাজেদ রহমান ও সাজ্জাদ গনি খান রিমন, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা,ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির। এছাড়া উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস আর তুহিন, সিনিয়র সদস্য অসীম বোস, দৈনিক সত্যপাঠের নির্বাহী সম্পাদক শাহ আলম, দৈনিক রানারের ডেপুটি এডিটিটর প্রনব দাস, দৈনিক সমাজের কথার সহকারী সম্পাদক রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি তৌহিদ মনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক। স্বাগত বক্তব্য দেন সময়ের আলোর স্টাফ রিপোর্টার রেজাউল করিম রুবেল অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন রহমান। আলোচনা শেষে কেক কেটে সময়ের আলোর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here