বক্তব্য প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ মনিরামপুরের তাসিন

0
297

মাবিয়া রহমান,মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ প্রাক প্রাথমিক পর্যায়ে বক্তব্য প্রতিযোগিতায় যশোর জেলার শ্রেষ্ঠ শিশু বক্তা হিসেবে প্রথম স্থান অধিকার করেছে মনিরামপুরের তাহমিদ তাসিন(১০)। তাসিন উপজেলার শেখ পাড়া খানপুর গ্রামের মাস্টার জসিম উদ্দিনের ছোট ছেলে। সে জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্র। বক্তব্য প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের প্রথম স্থান অধিকার করার মধ্য দিয়ে পর্যায়ক্রমে উপজেলা থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করে এখন বিভাগীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দে অবস্থান করছে এই খুদে বক্তা। জানা যায়, গত ২৭শে ফেব্রুয়ারি যশোরের বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জেলা ব্যাপী বক্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাসিন। অনুষ্ঠিত ওই বক্তব্য প্রতিযোগিতায় উপস্থিত প্রধান নির্বাচক হায়দার আলীসহ নির্বাচক মন্ডলীর সভাপতি ও বিশেষ অতিথি গন তাসিনকে জেলার শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত করেন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়ায় তাসিন বলেন,আমার বাবার প্রেরণায় এই পর্যন্ত আসতে পেরেছি। অবশ্যই আমার শিক্ষকদের অনুপ্রেরণাও আমাকে অনেকটা সাহস যুগিয়েছে।ভবিষ্যতে একজন ভালো বক্তা হিসেবে সমাজে পরিচিতি লাভ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।তাসিনের বাবা জসীম উদ্দীন দৈনিক যশোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার ছেলে যথেষ্ট মেধাবী। প্রতিটা শ্রেণীতে মেধাতালিকায় ১ নম্বরে থাকে। তাকে ঘিরে আমার অনেক স্বপ্ন রয়েছে। ইনশাল্লাহ সে মানুষের মতো মানুষে দেশ এবং জাতির মুখ উজ্জ্বল করবে।আপনারা সবাই আমার সন্তানকে সাপোর্ট করবেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তালেব জানান, বক্তব্য প্রতিযোগিতায় জেলা পর্যায়ে মনিরামপুরের শিক্ষার্থী তাসিন প্রথম স্থান অধিকার করেছে।আমরা চাইবো বিভাগীয় পর্যায়ও সে প্রথম স্থান অধিকার করুক।তিনি আরো জানান, বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার দিন অফিসিয়ালি আমরা প্রতিযোগীর জন্য নানান উদ্যোগ হাতে নিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here