সংবাদ বিজ্ঞপ্তি : ‘এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ’- এ স্লোগানকে বুকে ধারণ করে মধুর স্মৃতিচারণ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, যশোরের চতুর্থ বার্ষিক মিলনমেলা। দিনব্যাপী শুক্রবার জাঁকজমকপূর্ণ এই আয়োজন ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশকৃত যশোরের প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমায় কর্মরত প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে ছিল বর্ণাঢ্য এই আয়োজন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৪৮৮ জন প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের অতিথিসহ মোট ৮৩৭ জন এ আয়োজনে অংশ নেন। যবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঐতিহাসিক কার্জন হল, অপরাজেয় বাংলার রেপ্লিকা ছবি দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দীর্ঘদিনের বন্ধু, হলের সতীর্থ, বড় ভাই ও ছোট ভাইদের পেয়ে আনন্দঘন পরিবেশে এক টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন এলাকা।দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এরপর শুরু হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীগণ তাঁদের বিশ্ববিদ্যালয় ও হল জীবনের নানা মজার স্মৃতি তুলে ধরেন। এরপর একসাথে দুপুরের খাবার গ্রহণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হলে দেশের বড় বিশ্ববিদ্যালয়গগুলোর সহায়তা নিয়ে তৈরি হয়। ঢাবি ফোরাম, যশোর যে সুন্দর অনুষ্ঠান করেছেন, এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রাক্তন শিক্ষার্থীগণও যদি এখানে কোনো মিলনমেলা করতে চান, তাদের জন্যও যবিপ্রবি ক্যাম্পাস উন্মুক্ত। দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত সবাইকে স্বাগত জানান ঢাবি ফোরাম, যশোরের সভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জনি, মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ খালেদ, সদস্য সচিব মো. আব্দুর রাজ্জাকসহ কমিটির অন্য সদস্যরা। অনুষ্ঠানে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহীন, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন, ঢাবি ফোরামের কার্যনির্বাহী কমিটির শামসুল আলম, আতিয়ার রহমান, মোফাজ্জেল হোসেন, সিরাজুল ইসলাম, ড. মো. আব্দুর রউফ, মামুন আজাদ, মনিরুজ্জামান লাজন, গিয়াস উদ্দিন, আব্দুর রশিদ অর্ণব, চঞ্চল কুমার বাছাড়, আব্দুর রহিম, শাহীন আলম, কামরুজ্জামান অভি প্রমুখ উপস্থিত ছিলেন।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















