বেনাপোলে হিজরাকে হত্যা পুঁতে রাখা লাশ উদ্ধার

0
171

বেনাপোল প্রতিনিধি : সোমবার দুপুরে যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের একটি কবরস্থান থেকে রেশমা নামে এক হিজরার পুতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হিজড়া রেশমা কাগজপুকুর রাজবাড়ি এলাকার মৃত জাকির হোসেন ও চুমকি বেগমের সন্তান। বেনাপোল পোর্ট থানার পুলিশ কাগজপুকুর গ্রামের কবরস্থান থেকে নিখোঁজ হিজরা রেশমার পোতা লাশ উদ্ধার করেন। কয়েকদিন যাবত রেশমা নিখোঁজ ছিল। সোমবার বেলা বারোটার দিকে স্থানীয় লোকজনের দেওয়া সংবাদের ভিত্তিতে কাগজপুকুর কবরস্থানের মধ্যে ৩ ফুট মাটির নিচে পুঁতে রাখা রেশমার লাশ উদ্ধার করেন বেনাপোল পোর্ট থানার পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। ফারুকসহ ৪/৫ জন এলাকার সিরাজুল ইসলামের লাউক্ষেতের মধ্যে হিজড়া রেশমাকে জবাই করে হত্যা করে। ফারুক পুলিশের কাছে স্বীকার করে রেশমাকে লাউক্ষেতে হত্যা করে পুঁতে রাখা হয়। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে ফারুককে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। হত্যাকান্ডের ঘটনায় আরও আসামিরা জড়িত থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসা ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে বেনাপোল ও যশোর জেলা পুলিশের একটি টিমের সমন্বয়ে যৌথভাবে গর্ত খুঁড়ে মাটি সরিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। সীমান্তের একাধিক সূত্রগুলো জানিয়েছেন, রেশমা হিজড়া বেনাপোল ইমিগ্রেশন ও বেনাপোল রেলস্টেশন ব্যবহার করে একটি চোরা কারবারী চক্রের মালামাল আনা নেয়া করতেন। প্রভাব খাটিয়ে ও কর্মকর্তাদের হেনস্তা করে এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাদের জিম্মি করে তিনি এ কাজ করে আসছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here