শালিখায় উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী কে ‘Excellent Award’ ২০২৪ প্রদান।

0
321

সাইফুল ইসলাম : শালিখা ( মাগুরা) প্রতিনিধি: শালিখায় শ্রী ইন্দ্রনীল অ্যান্ড অ্যাসোসিয়েটস, এ্যান্ড কনসালটেন্সি এজেন্সি এর পক্ষ থেকে শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী কে ‘Excellent Award’ ২০২৪ প্রদান করা হয়। ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক প্রকৃত ঘটনা বলি নতুন প্রজন্মের মাঝে  উপস্থাপন করার জন্য তাকে এই Excellent Award’ ভূষিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শ্রী ইন্দ্রনীল অ্যান্ড অ্যাসোসিয়েটস এর প্রধান নির্বাহী সংগঠক (CEO) শিক্ষক ও গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস, পরিচালক প্রশাসন মীর মোস্তাক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কনসালটেন্সি আবু হুরাইর, আইন বিষয়ক সম্পাদক বাবুল আনোয়া, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নোয়াব আলি, সাংবাদিক তারিকুল ইসলাম, নাজমুল হক, সাইফুল ইসলাম, স্বপন বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক  আল ইমাম রাব্বি প্রমূখ।  অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন পরিচালক প্রশাসক মীর মোস্তাক আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here