মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসান শামীম, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।















