ঝিকরগাছায় ছাত্রীকে তালাকের প্ররোচনার অভিযোগে সহকারী অধ্যাপক সাময়িক বরখাস্ত

0
171

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছায় ছাত্রীকে তার স্বামীর সাথে তালাকের প্ররোচনার অভিযোগে কলেজের সহকারি অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজে। বরখাস্তকৃত ব্যক্তি হলেন, সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ মোরশেদ। অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীর স্বামীর করা অভিযোগ সুত্রে জানাগেছে, প্রেমজ সম্পর্কে ওই ছাত্রীর সাথে তার স্বামীর বিবাহ হয়। সম্প্রতি তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিল্য হয়। বিষয়টি সহকারি অধ্যাপক জানতে পেরে ছাত্রীকে বিবাহ বিচ্ছেদের প্ররোচনা দেয়। এতে ওই ছাত্রী তার স্বামীকে তালাক দেয়। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর স্বামী সহকারি অধ্যাপক নিয়াজ মোর্শেদের বিরুদ্ধে অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অধ্যক্ষ তাৎক্ষনাত শিক্ষক কাউন্সিলের বৈঠক ডেকে সহকারি অধ্যাপক নিয়াজ মোর্শেদকে সাময়িক বরখাস্ত করা হয় এবং অধ্যাপক মহিদুল ইসলামকে প্রধান করে ৭সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন। ইতিমধ্যে তদন্তকাজ শেষ হয়েছে বলে ৭সদস্য বিশিষ্ট কমিটির প্রধান অধ্যাপক মোঃ মহিদুল ইসলাম জানিয়েছেন। এ ব্যাপারে বাংলা বিভাগের অধ্যাপক মোঃ মনিরুজ্জামান কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ ব্যাপারে জানতে অভিযুক্ত সহকারি অধ্যাপক নিয়াজ মোর্শেদের ০১৭১৬-০২৫৫৭৫ মোবাইল নাম্বারে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here