মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতবৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১১টার সময় উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের হরিণা গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকা সূত্রে জানা গেছে, একই গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস (২৫)ও তুহিন বিশ্বাস (৩০) এর সাথে একই গ্রামের ব্রজেন বিশ্বাসের স্ত্রী চন্দনা বিশ্বাসের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসে। ওই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এবিষয়ে চন্দনা বিশ্বাস জানান,ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না রাতে আমরা বাড়িতে এসে দেখি।আমাদের টিনের ঘরটির এক পাশের চাল ও টিনের বেড়া পুড়ে গেছে সেই সাথে ঘরের লেপ তোশক পুড়ে গেছে। ঘরটি আগুনে পুড়তে দেখে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভায়।
এব্যাপারে অভিযুক্ত সজীব বিশ্বাস ও তুহিন বিশ্বাস জানান, তার সাথে আমাদের বিরোধ চলছে সত্য কিন্তু কখনও তাদের ঘরে আগুন দেওয়ার কথা ভাবতে পারিনি। এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম মেহেদী মাসুদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















