কেশবপুরে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

0
110

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে শনিবার দুপুরে আব্দুল্লাহ আল মামুন (২৮) নামে এক যুবক জলবসন্ত (চিকেন পক্স) রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি পৌরসভার বাজিতপুর এলাকার সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলমের একমাত্র ছেলে ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামের শ্যালক।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন গত কয়েকদিন ধরে জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার অবস্থার অবনতি হলে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বেলা দুইটার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, জলবসন্ত (চিকেন পক্স) রোগে আক্রান্ত আব্দুল্লাহ আল মামুনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। জলবসন্ত রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি ওই রোগীর শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। দুপুর ১টার দিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। খুলনার নেওয়ার পথে ওই রোগি মারা যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here