শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

0
144
জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোহাম্মদ মিলন ও আলমগীর হোসেন নামে অপর দুই আরোহী আহত হয়েছে। নিহত মাহবুবুর রহমান ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের নূর হোসেনের ছেলে। আহত আলমগীর ও মিলন হোসেন একই উপজেলার চারাতলা গ্রামে বাড়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন জন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মটরসাইকেল সাইড দিতে যেয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে ।
মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষনা করেন এবং অপর দুইজনকে যশোরের জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here