যশোরে দুঃস্থদের মাঝে যুবদলের খাবার বিতরণ

0
154

যশোর অফিস : দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন যশোর নগর যুবদল।পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ শুরু করা হয়। গতকাল বুধবার সকালে১নম্বর ওয়ার্ডের উদ্যোগে শহরের বারান্দি পাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি বলেন, পবিত্র এই মাসে বিশ্বের অন্যান্য দেশে সরকারি ষভাবে সকল পণ্যের দাম কমানো হয়। আর একমাত্র বাংলাদেশ তার ব্যাতিক্রম। যে দেশে রমজানকে কেন্দ্র করে সরকারি মদদে সিন্ডিকেট গড়ে ওঠে। এই অবৈধ সিন্ডিকেট পবিত্র রমজান মাসে সকল পণ্যের দাম বৃদ্ধি করে জনগণকে সীমাহীন কষ্টের মধ্যে রেখেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,  সহ-সভাপতি সাইদুর রহমান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুবদল নেতা তারেক হাসান, জাহিদ হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here