দেশীয় চিকিৎসকদের উপর শেখ হাসিনার আস্থা আছে: এমপি কাজী নাবিল

0
156
নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, শেখ হাসিনার স্বাস্থখাতে বিশেষ গুরুত্ব রয়েছে। তার সুদক্ষ নেতৃত্বে স্বাস্থখাতের উন্নয়ন তরান্বিত হচ্ছে। একমাত্র শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে করোনা মোকাবেলা করা সম্ভব হয়েছে। প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা সেবা আধুনিক ও ডিজিটাল হয়েছে। সেবার মান অনেক ভাল হয়েছে। চিকিৎসকরাও উন্নত প্রযুক্তির মাধ্যমের পেশার দক্ষতা উন্নয়নে সফল হয়েছেন। চিকিৎসা সেবা ও টেকনিক্যাল সাপোর্ট দুইটার মানই ভালো। দেশীয় চিকিৎসকদের উপর শেখ হাসিনার আস্থা আছে। সেই জন্য শেখ হাসিনা দেশেই চিকিৎসা সেবা নেন। চিকিৎসার জন্য বাইরের দেশে যান না। দেশের চিকিৎসারাই তার প্রথম ভরসা।

শুক্রবার (২২ মার্চ) যশোর বিমান অফিস মোড়ে আই এন্ড লেজার সেন্টারের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. গিয়াস উদ্দিন, বারডেম হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এম এ রশিদ, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, বিএম সভাপতি কামরুল ইসলাম বেনু, আয়োজক সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. সিদ্দিকুর রহমান ও কাউন্সিলর রাজিবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন কাজী নাবিল আহমেদের সহধর্মিনী ডা. মালিহা মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলী ও জেলা যুবলীগের দফতর সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here