ডুমুরিয়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে গৃহবধূ জখম

0
176
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) । ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে সাংবাদিকের স্ত্রী রক্তাক্ত জখম হয়েছে। আহত ওই নারীকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আঙ্গারদহা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত’র স্বামী সাংবাদিক সেলিম আবেদ জানান, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদহা গ্রামের আসাদুজ্জামান মোড়লের সাথে আমার দীর্ঘদিন ধরে জমি জমা সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন বিকেলে আমার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর উপর প্রতিপক্ষ আসাদ ও তার স্ত্রী লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে লাঠির আঘাতে স্ত্রী তানিয়া আক্তারের (৩২) মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here