শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে গণহত্যা দিবস পালন

0
168
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ঐতিহাসিক গণহত্যা দিবস পালিত হয়েছে। অত্র কলেজের শেখ রাসেল কর্ণারে ২৫ মার্চ গনহত্যার উপর দেওয়াল প্রত্রিকার উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এ উপলে রবিবার (২৪ মার্চ) দুপুর ১২টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে অধ্য বটু গোপাল দাস এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন গণহত্যা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক সুব্রত কুমার দাম।  সভার শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এতে আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার দাস, মোসাঃ আতাউন্নেসা, উৎপল কুমার দাস, প্রভাষক শেখ শামীম ইসলামসহ প্রমুখ। সভায় বক্তারা ২৫ মার্চের তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন এবং সকলেই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here