অভয়নগর হাসপাতালে চিকিৎসা নিতে আসার রোগীদের হয়রানি বন্ধ করতে হবে-এমপি এনামুল হক বাবুল 

0
150
স্টাফ রিপোর্টার:হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উপর থেকে চাপ কমাতে হবে, তাদেরকে যে হয়রানি করা হয় তা বন্ধ করতে হবে। হাসপাতালে রোগীরা এসে সঠিক সেবা পাবেনা, সেটা হবেনা। ডাক্তারদের নিয়ে নানা কথা আছে, সেগুলি থেকে বের হয়ে আসতে হবে। অযথা হয়রানি বন্ধ করে রোগীদের যে সকল টেষ্ট হাসপাতালে থাকার কথা সেগুলি যথাযথ ব্যবস্থা করতে হবে। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে আসা বন্ধ করতে হবে। দালালমুক্ত হাসপাতাল গড়তে হবে।
সোমবার সকালে যশোরের অভয়নগর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যশোর-৪ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এনামুল হক বাবুল এসব কথা বলেন। সোমবার  সকালে হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, এনজিও প্রতিনিধি গ্রাম ডাক্তার আ: গফুর, নওয়াপাড়া প্রেসক্লাবের  ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আলীমুর রাজিব, মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমান রিজভী, সাংবাদিকবৃন্দ সহপ্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here