মনিরামপুর শিলা বৃষ্টিতে ধান সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

0
148

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ- মনিরামপুর উপজেলাতে কালবৈশাখী আর শিলা বৃষ্টিতে আম,ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও শিলার আঘাতে ঘর-বাড়ির ক্ষতির পাশাপাশি ঝড়ে উড়ে গেছে স্থাপনা। তবে বৃষ্টির পানির চেয়ে শিলার তোপে মাটিতে নুয়ে পড়েছে কৃষকের সবুজ ফসলের ক্ষেত তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।২৭শে মার্চ বুধবার বিকালে থেমে থেমে কালবৈশাখী ও শিলা বৃষ্টি আঘাত আনে। মনিরামপুর উপজেলাতে কালবৈশাখী আর শিলা বৃষ্টিতে আমের ছোট গুটি এবং ধান সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে তাছাড়া শিলার আঘাতে ঘর বাড়ির ক্ষতির পাশাপাশি ঝড়ে উড়ে গেছে স্হাপনা।তবে বৃষ্টির চেয়ে শিলার কারনে কৃষকের বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।প্রচুর শিলা পড়ার কারনে মাটিতে নুয়ে পড়েছে সবুজ ধান ও ফসলের ক্ষেত। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে হঠাৎ ঝড় এবং শিলা বৃষ্টি  আঘাত আনে।মনিরামপুরের কৃষি বিভাগ এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।বৃষ্টিতে পানির পরিমাণ কম হলেও প্রচুর শিলা বৃষ্টি ঝরেছে। শিলা বৃষ্টিতে কোথাও কোথাও শিলার স্তূপ জমে যায়। তবে বৃষ্টির চেয়ে দমকা ও ঝড়ো হাওয়া বেশিক্ষণ স্থায়ী ছিল বলে জানা গেছে।মনিরামপুর উপজেলায় বিভিন্ন এলাকাতে খোঁজ নিয়ে জানা গেছে,ঝড়ো হাওয়ার সাথে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে।কয়েক ধাপে থেমে থেমে চলা ঝড় ও শিলা বৃষ্টিপাতে ফসলের ক্ষেত ছাড়াও ঘর-বাড়ি ও গাছ গাছালির ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ এমন ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে ধান, ভুট্টা,শাক-সবজির ক্ষতির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কৃষকেরা।ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, ধানের গাছ এখন বেশ বাড়ন্ত। ধানও গজাতে শুরু করেছে। কিছুদিন পরই বোরো কাটতে হতো। কিন্তু বুধবারের ঝড় ও শিলা বৃষ্টিতে অনেক জায়গায় ধান এখন মাটিতে হেলে পড়েছে। শাক-সবজি ও উঠতি ফসলের ক্ষতি বেশি হয়েছে।মাছনা গ্রামের শফিকুল ইসলাম ফারাস বলেন শিলা বৃষ্টিতে আমগাছে আসা প্রচুর পরিমাণে গুঁটি গুঁটি আম ঝড়ে পড়েছে। এরকম বৃষ্টি আর কয়েক দিন হলে এ বছর কাঙ্ক্ষিত আমের উৎপাদন ব্যাহত হবার সম্ভাবনা রয়েছে।খানপুর গ্রামের মাহবুবুর রহমান জানান, তার ধান ক্ষেত মাটিতে নুয়ে পড়েছে এবং গ্রামের অনেক বাড়ির পুরানো টিনের ঘরের টিনগুলো শিলা বৃষ্টিতে ফুটো হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here