সকলের উচিৎ নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মের লোকদের প্রতি সম্মান প্রদর্শন করা: এমপি ইয়াকুব আলী

0
154

(মণিরামপুর) : যশোর-০৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগ সরকারের আমলে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানাধী পালন করে যাচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এ দেশের অতিত গৌরব রয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের উচিৎ নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্ম এবং ওই সম্প্রদায়ের লোকদের প্রতি সম্মান প্রদর্শন করা। মনে রাখতে হবে, সংঘাত সমাজে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা ছাড়া কিছুই দিতে পারেনা।
শুক্রবার বিকেলে উপজেলার নেবুগাতী সার্ব্বজনীন কালীতলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মহানামযজ্ঞনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নেবুগাতী গ্রামবাসীর আয়োজনে নামযজ্ঞনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোতোষ বিশ্বাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, হরিদাসকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিরাঞ্জন বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা বিএম নজরুল ইসলাম, আদিত্য কুমার মন্ডল, সমীর হালদার, নামযজ্ঞ কমিটির সহ-সভাপতি রবিন মিস্ত্রী, সাধারণ সম্পাদক গৌর রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে নামযজ্ঞ কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন এমপি এস এম ইয়াকুব আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here