মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার পশ্চিমপাড়া মসজিদের সাবেক ইমাম মোঃ মিজানুর রহমানের ৮ বছরের মেযে মালিহা তাসনিম রো’যা অবস্থায় মাথাভাঙা নদীতে বান্ধবীদের সাথে গোসল করার সময় পানিতে ডুবে যায়। এসময় তার বান্ধবীরা তাকে দেখতে না পেয়ে বাড়ীতে এসে খবর দেয়।পরে এলাকাবাসী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। উল্রেখ মালিহা এবছর সবকয়টি রোজা করছিল।















