মোংলায় পুলিশের অভিযানে বিপূল পরিমান  গাঁজাসহ আটক-৬

0
210

মাসুদ রানা, মোংলা : মোংলায় সাড়ে ৬কেজি গাঁজাসহ ৪ যুবক ও ২নারীকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (১ এপ্রিল) সকালে ও রাতে  মোংলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মোংলা রামপাল সার্কেল’র  সিনিয়র সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও ওসি কে এম আজিজুল ইসলাম জানায় , গোপন সংবাদের ভিত্তিতে মোংলার চাদপাই ইউনিয়নের উত্তর কাইনমারী এলাকার গফুর এর বসত বাড়ীর পিছনে টয়লেটের পাশ থেকে ১কেজি গাঁজা সহ দুই জন, মোংলার বাসষ্ট্যান ও দিগরাজ ব্যাংক রোড এলাকা থেকে ৫কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা গাঁজা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- চাদপাই ইউনিয়নের উত্তর কাইনমারী এলাকার মৃত আঃ ছাত্তারের ছেলে গফুর (৩২), নারিকেলতলা আসাবন প্রকল্পের আবাসন-৭৫, ব্যারাক বাসা এ/৩/৪৯ এর মৃত আসলাম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (বাবু) (২৯), মোড়েলগঞ্জ বাশবাড়িয়া এলাকার মোকছেদ আলী শেখের ছেলে সাইফুল ইসলাম শেখ ( ৩০), পিরোজপুরের শিয়ালকাঠী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মুছা খা (২৩), রুদ্র মোহাম্মদ সহিদুল্লাহ সড়কের সানোয়ার হোসেনের মেয়ে ও সাইদুল ইসলাম আকাশের স্ত্রী সানু বেগম (২৭) এবং রামপালের কালিগঞ্জ ডাকরা এলাকার মৃত জাহাঙ্গীরের মেয়ে তমা খাতুন (২০)।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here