মহেশপুরে তুচ্ছ ঘটনায় মদের বোতলের আঘাতে ১জন গুরুতর আহত

0
202
মহেশপুর প্রতিনিধিঃ  ঝিনাইদহের মহেশপুরে বেতবাড়িয়া গ্রামে   তুচ্ছ ঘটনায়  মদের বোতল দিয়ে  আঘাত করে ইছানুর নামের একজনকে  গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা৷   মঙ্গলবার সন্ধায়  এ ঘটনা ঘটে ।
স্থানীয় সুত্রে জানাগেছে  উপজেলার বেতবাড়িয়া গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম পূর্বের একটি ঘটনা নিয়ে ইছানুরের সাথে কথা বলতে বলতে  ইছানুর বলে নৌকা মার্কা ট্রাক মার্কার কর্মী আমরা সবাই এক , এই কথা বলার সাথে সাথে বেতবাড়িয়া গ্রামের  ইউনুস আলীর  ছেলে মনিরুল ইসলাম একই গ্রামের  আনারুল ইসলাম  মদের বোতল দিয়ে আঘাত করে  আহত করে।   স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে  কর্তব্যরত      চিকিৎসক  তাকে যশোর সদর হাসপাতালে  রেফার্ড করে ।
এই ঘটনায় ইছানুর রহমানের  স্ত্রী বাদী হয়ে মহেশপুর থানা একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তদন্ত কর্মকর্তা মহেশপুর থানার এসআই শাহীন জানান এ ঘটনায় ১জনকে  আটক করা হয়েছে।  তদন্ত পূর্বক আইনগত  ব্যবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here