বাঘারপাড়ায় ঈদগাঁহ মাঠ ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করার অভিযোগ 

0
191
স্টাফ রিপোর্টার : বাঘারপাড়ায় ঈদগাঁহ মাঠ ট্রাক্টর দিয়ে চষে ঈদের নামাজ পড়ার পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি দোহাকুলা ইউনিয়নের খলশি গ্রামে। ঈদের আর কয়েক দিন বাকী এর মধ্যে মাঠে নামাজ পড়ার পরিবেশ নষ্ট হওয়ায় কয়েক জন ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেছেন।
সুত্রে জানায়, শত বছরের পুরাতন খলশী ঈদগাঁহ মাঠে দীর্ঘদিন এলাকার মানুষ ঈদের নামাজ আদায় করে আসছে। পুরাতন ঈদগাঁহ কমিটির বিরুদ্দে বিভিন্ন অভিযোগ তুলে পাশের খলশি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠে আরেকটি ঈদের জামাত আদায়ের জন্য নতুন খলশী স্মার্ট ঈদগাঁহ নামে একটি ঈদগাঁহ সৃষ্টি হয়। গত দুটি ঈদের নামাজ স্মার্ট ঈদগাঁহে আদায় করে কিছু সংখ্যক লোক।
এর মধ্যে শুক্রবার সকালে ট্রাক্টর দিয়ে মাঠ চষে ঈদের নামাজ আদায়ের পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।
এ বিষয় চেয়ারম্যান আবু মোতালেব তরফদার বলেন, কিছু সংখ্যক লোক পুরাতন ঈদগাঁহ বাদ দিয়ে গত দুটি ঈদের জামাত খেলার মাঠে আদায় করেছে। সেখানে সামান্য সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেছে। উন্নয়নের জন্য খেলার মাঠে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে।
এ বিষয়ে খলশী স্মার্ট ঈদগাঁহের সাধারণ সম্পাদক আনিচুজ্জামান বলেন, আমরা গত ঈদুল ফিতর ও ঈদুল আযহা নামাজ এ মাঠে আদায় করেছিলাম। এবারও নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বাঁশ দিয়ে ডেকোরেশনের কাজ চলছে। শুক্রবার সকালে ট্রাক্টর দিয়ে চষে মাঠ নষ্ট করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here