লোহাগড়ায় পুলিশের তান্ডব, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

0
214
 লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি মধ্য পাড়ায় পুলিশী তান্ডব ভাংচুর ও মারধরের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন করেছে। শনিবার (৬ এপ্রিল) বিকালে এ মানববন্ধনের আয়োজন করা হলে লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল মানববন্ধন পন্ড করে দিয়ে বিভিন্ন বাড়িতে আসামি ধরার নামে ব্যাপক তল্লাশি চালায়।
পরে পুলিশ ওই এলাকা ত্যাগ করেলে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আংশ নেওয়া কুমড়ি  মধ্য পাড়ার ফিরোজ মোল্লার স্ত্রী  শরিফা বেগম, মইনুল মোল্লার স্ত্রী মুনিয়া, আতিয়ার রহমানের স্ত্রী রেক্সোনা বেগম, ফারহানা ইসলামসহ স্থানীয়রা বলেন, গত বুধবারে লোহাগড়া থানা পুলিশ কুমড়ি মধ্যপাড়া গ্রামের একাধিক মামলার আসামি মশি মোল্লাকে গ্রেফতার করে হাত কড়া পরিয়ে তাকে নিয়ে অন্য বাড়িতে আসামি ধরার জন্য গেলে     আসামি মশি মোল্লা হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পালিয়ে যান। উক্ত  আসামি হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে গেলে পরের দিন দুপুরে  পুলিশ কুমড়ি মধ্যপাড়া এলাকায় এসে ঘরবাড়ি আসবাবপত্র ভাঙচুর সহ নারকীয় তাণ্ডব চালায়। লোহাগড়া থানা পুলিশের এহেনও  নারকীয় তাণ্ডবের প্রতিবাদে  শনিবার এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।  মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, লোহাগড়া থানার এএসআই মাজহারুল ইসলাম, এস আই মামুন, ও এস আই অমিত এর নেতৃত্বে একদল পুলিশ নারকীয় এ তান্ডব চালায়। পুলিশ কুমড়ি মধ্য পাড়ার হাফিজুর শেখের মেয়ে নিক ও স্ত্রী জেসমিন বেগমকে ব্যাপক গালিগালাজ ও ধাওয়া করে বাড়ি থেকে বের করে দেয় এবং পরবর্তীতে তার বাড়িঘর, আসবাবপত্র ভাঙচুর সহ কৃষি কাজে ব্যবহৃত সরঞ্জাম বস্তা ভরে নিয়ে যায়। মোল্লা মশিউর রহমানের বাড়ি, হাজী আব্দুল আজিজ এর বাড়িতেও ব্যাপক ভাংচুর ও তান্ডব চালায়।
 পুলিশ বৃদ্ধ  হাজী আব্দুল আজিজ ও রকিব উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় পুলিশ উক্ত গ্রামের ফিরোজ মোল্লা, মসি শেখ, আতি মোল্লা, কবুল মোল্লাসহ প্রায় দশটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। কামাল মোল্লার ছেলে ১২ বছরের শিশু আবির মোল্লা বলেন, আমাকে পুলিশে মারধর ও বুট জুতা দিয়ে   লাথি মেরেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা লোহাগড়া থানা পুলিশের এহেন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন ও শাস্তি  দাবি করেছেন।  লোহাগড়া  থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়  এ বিষয়ে বলেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। দুটি পক্ষের বিরোধে এসব হচ্ছে। আমরা আইন মোতাবেক শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here