মনিরামপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা।

0
155

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ- মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য ঈদুল ফিতর গুরুত্বপূর্ণ দিন। ঈদের দিনের জন্য নতুন জামাকাপড় পরতেই হবে এমন কথা মাথায় রেখে নতুন জামা কেনার জন্য শেষ দিকে জমে উঠতে শুরু করেছে মনিরামপুর বাজারের কাপড়ের দোকান গুলো।সব শ্রেণির মানুষ সকাল থেকে রাত পর্যন্ত পোশাক আশাক কিনছেন। পৌর শহরের কুলটিয়া রোডের গার্মেন্টস এর দোকান সহ, অন্য মার্কেটগুলোতে ভিড় বাড়ছে।বাজেটের সঙ্গে চাহিদা মিল রেখে সকাল থেকে রাত পর্যন্ত আপনজনদের জন্য করছেন কেনাকাটা। বিপণন কেন্দ্রগুলো সেজেছে নানান সাজে।বাহারী ডিজাইনের থ্রি পিস, শিশুদের জামা ও পাঞ্জাবি, শার্ট-প্যান্ট দিয়ে দোকান-শপিং মল সাজানো হয়েছে। ঈদ গরমের মধ্যে পড়ে যাওয়ায় শুতি কাপড়ের চাহিদা একটু বেশি। এ বছর ভারতীয় কাপড়, কাস্মী বুটিক্স, পাকিস্তানি বুটিক্স,জাতীয় পোশাকের কদর রয়েছে মেয়েদের কাছে।এদিকে ছেলেদের জন্য গ্যাবাডিন ও জিন্স প্যান্ট, কালারফুল শার্ট, চেক শার্ট এবং এক কালারের শার্টসহ বিভিন্ন রকমের বাহারি পাঞ্জাবিতে সাজানো হয়েছে দোকানগুলো। উচ্চ-মধ্যম-নিম্ন শ্রেণির লোকদের ভিড়ে লোকারণ্য মনিরামপুর শহরের বিভিন্ন শপিং মল গুলো।কাপড় কিনতে এসে খানপুর গ্রামের মহবুর রহমান বলেন, এ বছর কাঙ্খিত পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাজেটের মধ্যেই এখন পছন্দ করতে হচ্ছে। যেসব পণ্য পছন্দ হয়, তার দাম এ বছর বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আগের বছরের তুলনায় অনেক পণ্যেরই দাম বেড়েছে। দাম বৃদ্ধি পেলেও ঈদ বলে কথা। প্রিয়জনকে ঈদ উপহার দিতে হবে।মাছনা গ্রামের গৃহিনী অফরোজা ও সুমনা বলেন,আমার স্বামী সরকারী চাকরিজীবি ১তারিখে বেতন পেয়েছে তাই আজ স্বামী,ভগ্নিপতি,শশুর, শাশুড়িদের জন্যে নতুন পোশাক কিনতে এসেছি তবে গত বছরের তুলনায় এ বছর পোশাকের দাম একটু বেশি। এ বছর প্রতিটি থ্রি পিসের ৫ থেকে ৬ শত টাকা দাম বেড়েছে। একই পোশাক একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে।এছাড়া বাজারে কয়েক জায়গায় ভ্রাম্যমাণ দোকান দেখা যায়, মাটিতে কাপড় বিছিয়ে তার ওপর সাজানো শাড়ি,থ্রিপিস,ওড়না লুঙ্গি বিক্রি হচ্ছে চুড়ি-ফিতা-দুলসহ নানা ধরনের স্যান্ডেল ও জুতা।বাজারের কাপড় ব্যবসায়ী সিরাজ হোসেন বলেন,গতবারের তুলনায় এই ঈদে বিক্রি কম হচ্ছে,কারন কৃষকের ধান এখনো মাঠে ধান চাষে কৃষকের টাকা মাঠে খরচ হয়েছে গেছে।  দোকান ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল, সাজসজ্জার খরচ উঠাতেই বড় দোকান বা মার্কেটে সমমানের পোশাক বা কাপড়ের দাম বেশি হয়। আর বাড়তি বিভিন্ন খরচ লাগে না বলেই ফুটপাতের ছোট ছোট দোকানে সস্তায় পোশাক বা কাপড় পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here