কুয়াদা যশোর প্রতিনিধি : যশোর সদরের রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম’র ছেলে সতীঘাটা আশরাফুল মাদরাসার ছাত্র আবু রাহাদ (১২) কে চুরির অপবাদে মারপিট করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় ৪জনকে এবং অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০/০৪/২০২৪ ইং তারিখে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু রাহাদ (১২)কে একই গ্রামের মোঃ হাসান ও ওমর ফারুক চুরির অপবাদ দিয়ে বাজুয়াডাঙ্গা ব্রিজের উপর থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে কুয়াদা বাজারস্থ হাসানের মুদি দোকানের পিছনের কক্ষে হাত – পাঁ বেধে লোহার রড দিয়ে বেড়ধক মারপিট করেন। খবর পেয়ে রফিকুল ইসলাম ও তার ভাই তরিকুল ইসলাম তাদের পুত্রকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন এবং কয়েকদফা মারপিটের ঘটনায় গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে গত ১১/০৪/২০২৪ ইং তারিখে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় আবু রাহাদ’র পিতা বাদী হয়ে বাজুয়াডাঙ্গা গ্রামের শাহাজামান মোড়ল’র ছেলে মোঃ হাসান (৩৩), হোসেন আলী (২৮), খলিলুর রহমানের ছেলে ওমর ফারুক (৩০), গফুর মোড়ল’র ছেলে শাহাজামান (৫৯)সহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তের দায়িত্ব পান রামনগর ইউনিয়ন পুলিশিং বিট কর্মকর্তা এস আই আব্দুর রাজ্জাক। তিনি অভিযোগ পাওয়ার পর পরই সরেজমিনে বাদীর বাড়িতে তদন্তে যান। তদন্তকালে তিনি এ প্রতিবেদককে বলেন, অভিযোগ পেয়েছি এবং সরেজমিনে এসে ঘটনার সত্যতা পেয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















