ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৪মাস বয়সের শিশুর মায়ের জন্যে মানবিক সাহায্যের আবেদন।

0
242

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ-যশোর মনিরামপুর উপজেলার  ১৬নং নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের কামরুল হাসানের স্ত্রী লিজা(২৮) তার দুটি পুত্র সন্তান তার মধ্যে ৪মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকা সি এম এইচ এ গত ৩মাস যাবৎ ভর্তি রয়েছে।প্রতিদিন তার জন্যে চিকিৎসা এবং ঔষধ ক্রয়ের জন্যে ৪০থেকে ৪৫হাজার টাকা খরচ হচ্ছে কামরুলের পক্ষে এতো ব্যায়বহুল খরচ বহন করা সম্ভব হচ্ছে না,কামরুলের ৪মাসের শিশু সন্তানের মা আজ মৃত্যু পথ যাত্রী যদি কোন সহৃদয়বান ব্যাক্তি তাদের জন্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং মহান আল্লাহ যদি সহায় হনতাহলে হয়তো ৪মাসের শিশু সন্তান তার মাকে সুস্হ অবস্হায় ফিরে পেতে পারে।কামরুল এবং তার পরিবারেরা সমাজের বিত্তবানদের প্রতি ৪মাসের শিশু বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাদেরকে সহযোগীতার হাত বাড়ানোর জন্যে অনুরোধ করেছেন?যদি কোন সহৃদয়বান ব্যাক্তি সাহায্য করতে চান তাহলে 01758486785 এই বিকাশ নাম্বারে সহযোগীতা করার জন্যে অনুরোধ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here