যশোর কেন্দ্রীয় কারাগারে কুষ্টিয়া জেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

0
146

যশোর প্রতিনিধি : যশোর কেন্দ্রীয় কারাগারে সাদেক আলী নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির  মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) ভোর রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ভোর সাড়ে তিনটার দিকে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত কয়েদি সাদেক আলী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মহদীবপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুর রহমান বলেন, কয়েদি সাদেক আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. এসএম মাহবুবুর রহমান বলেন, কয়েদী সাদেক আলীর মৃত্যু পোস্টমর্টেম করে জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here