কালীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন 

0
211
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ ) : “প্রাণিসম্পদে ভরবো দেশ , গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঝিনাইদহের কালীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে  ঝিনাইদহ যশোর মহাসড়ক সংলগ্ন খয়েরতলা এলাকায় অবস্থিত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্ত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়েল অধীনস্থ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় প্রদর্শনীর আয়োজন করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠনে ভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) নিরুপমা রায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য  মোঃ আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা ৫৪ টি প্রদর্শনী স্টল নিয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্ত্বরে উপস্থিত হন। পরে অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং তাদের প্রশংসা করেন।সফল খামারিদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে তাদেরকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পৌর এলাকার খয়েরতলা গ্রামের তোফাজ্জেল হোসেন তার ফ্রিজিয়ান গাভী গরুর জন্য প্রথম স্থান অধিকার করেন। পাইকপাড়া গ্রামের লিমা খাতুন এক গাভীর ২ টি বাচ্চার জন্য দ্বিতীয় স্থান অধিকার করেন এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জন্য বাসন্তী রানীকে তৃতীয় ঘোষণা করা হয়। প্রত্যেকের হাতে পুরস্কারের চেক তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সবশেষে খাবার বিতরণের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here