কেশবপুরে গরমে ডায়রিয়ার প্রাদূর্ভাব

0
232

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: প্রচন্ড দাবদাহে কেশবপুরের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। গরমে মানুষ ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা জ্বর, সর্দী ও কাশিতে বেশি আক্রান্ত হয়ে পড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২ দিনে হাসপাতালে ৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। রবিবার নতুন আক্রান্ত হয়েছে ৬ জন। সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, উপজেলা জাহানপুর গ্রামের আব্দুল খালেক, নতুন মূলগ্রামের আব্দুল ওয়াদুদ, চাঁদড়া গ্রামের শিশু আলপিয়া, কানাইডাঙ্গা গ্রামের শিশু রোজা, ত্রিমোহিনী গ্রামের শিশু খাদিজা, বেগমপুর গ্রামের শিশু মুনিয়া, পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের শিশু তানভির হোসেন, রামপুর গ্রামের ফিরোজা খাতুন এবং কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের পাপিয়া খাতুনকে হাসপাড়ালে বর্তি করা হয়েছে।
উপজেলার বকুলতলা বাজারের পল্লী চিকিৎসক নুরুল ইসলাম বলেন, তিনি রবিবার ১০ জন ডায়রিয়া রোগির চিকিৎসা দিয়েছেন। এছাড়া জ্বর, সর্দী কাশিতে আক্রান্ত হচ্ছে শিশুরা।
উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমে রাস্তাঘাট জনশুন্য হয়ে পড়ছে। শ্রমজীবী মানুষরা গরমে কাজ করতে গিয়ে অতিষ্ট হয়ে পড়ছে। প্রাণিকুলেও চলছে একই অবস্থা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সমরেশ দত্ত বলেন, প্রচন্ড গরমের কারণে মানুষের ডায়রিয়া হচ্ছে। তবে তা ব্যাপক হারে নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here