কপিলমুনি দে বাড়ীতে মহানাম যঞ্জানুষ্ঠান ৯ মে বৃহস্পতিবার

0
203
কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনি সীতানাথ ভবন, দে বাড়ীতে মহানাম যঞ্জানুষ্ঠান ৯ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। অষ্ট প্রহরব্যাপী এ তারকব্রহ্ম মহানাম যঞ্জানুষ্ঠান সংকল্প সাধনে, স্বর্গীয় রাজুবালা দে ও প্রতিষ্ঠাতা স্বর্গীয় যুগোল কিশোর দে। তবে এবার ৩৬তম এ মহানাম যঞ্জানুষ্ঠান বাস্তবায়নে রয়েছেন, বাসুদেব দে ও ভ্রাতুষ্পুত্রগণ জগদীশ দে, হিমাদ্রী শেখর দে, চন্দ্র শেখর দে, জয়দেব কুমার দে, মধু সূদন দে, দ্বীন বন্ধু দে ও দেবব্রত দে। ৯ মে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমৎভগবত পাঠ এর মধ্যে দিয়ে মহানামযঞ্জের শুভ সূচনা হবে। সূচনা পর্বে যঞ্জভূমিতে শ্রীমদ্ভভাগবত পাঠ করবেন, দক্ষিণ বঙ্গের সনাতন ধর্ম প্রচারক সাতক্ষীরা জেলার বুধহাটা গ্রামের শ্রী বিল্বমঙ্গল দেবনাথ, ১০ মে শুক্রবার অষ্টপ্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন, এ মহানাম সংকীর্ত্তণ পরিবেশন করবেন, খুলনা জেলার কৃষ্ণগোপাল সম্প্রদায়, ব্রজের রাখাল সম্প্রদায়, প্রভু গৌর ভক্ত সম্প্রদায় ও সাতক্ষীরা জেলার পাগল ভোলা সম্প্রদায়, শ্রী গৌরঙ্গ সম্প্রদায় ও আদি নিতাই গৌর সম্প্রদায়। ১১ মে শনিবার ভোর ৫ টায় মহানাম কীর্ত্তণের সমাপনী ও কুঞ্জভঙ্গ পরবর্তী দুপুর ২ টায় মহাপ্রভুর ভোগরাগ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। একই দিন রাত ৮.৩০ মিনিটে ধর্মীয় যাত্রাপালা “যথা ধর্ম তথা জয়” পরিবেশন করবেন সুর ঝংকার নাট্য সংস্থা। মহানামযঞ্জ স্থলে পৌরহিত্য করবেন, ভাটপাড়া জগন্নাথ আশ্রমের সেবায়েত শ্রী বলাই কৃষ্ণ গোস্বামী। উক্ত মহানামযঞ্জ অনুষ্ঠান সফলে সহযোগীতায় রয়েছেন, শেখর গাইন, সন্দীপ দে, সুপ্রভাত দত্ত ও এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here