নড়াইলে সুলতান মেলার ৯ম দিনে অনুষ্ঠিত হলো ষাঁড়ের লড়াই

0
257

নড়াইল প্রতিনিধি ঃ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নড়াইলে ১৫দিনব্যাপি সুলতান মেলার ৯ম দিনে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। মঙ্গলবার বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে অনুষ্ঠিত এ লড়াইয়ে খুলনা, যশোর, মাগুরা ও নড়াইল জেলা থেকে ২৬টি ষাঁড় অংশগ্রহন করে। ষাঁড়ের এ লড়াই উপভোগ করতে জড়ো হয় লাখো মানুষ। সমানে সমানে শুরু হয় দফায় দফায় লড়াই। এসময় মাঠের চারি পাশে চলতে থাকে উৎসুক দর্শকদের উল্লাস। ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা সুলতান মেলাকে আরো প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতায় যশোরের অভয়নগর উপজেলার ভরতপুর গ্রামের মিলন মিয়ার ষাঁড় প্রথম এবং একই উপজেলার শংকরপাশা গ্রামের রানা মিয়ার ষাঁড় দ্বিতীয় স্থান অধিকার করে।
লড়াই শেষে বিজয়ী ষাঁড়ের মালিকদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মিকু, নড়াইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here