বাঘারপাড়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত দুই  

0
213

যশোর অফিস : গত সোমবার রাতে যশোর নড়াইল সড়কের বাঘারপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার রাত ৯ টায় সড়কের  জামদিয়া ঋষিপল্লির সামনে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে  এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঘোষণা করেন। নিহত স্কুল ছাত্রের নাম আবির হোসেন (১৭)। নিহত বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের শাহিদুল্যাহর ছেলে। এ সময় তার সাথে থাকা দুই বন্ধু একই গ্রামের মানিক হোসেন ও  তামিম হোসেনও আহত হয়। আহত দুজনের মধ্যে তামিমের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। নিহত আবির এবার বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল থেকে এসএসসি পরিক্ষা দিয়েছে। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here