মণিরামপুরে তীব্র গরমে পানি ও স্যালাইন বিতরণ করলেন এমপির ছেলে

0
278
মণিরামপুরে তীব্র গরমে ভ্যান-ইজিবাইক চালক ও পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর কনিষ্ঠ ছেলে ফুয়াদ রিদওয়ানের পক্ষে উপজেলার সামনে হাজারো মানুষের মধ্যে খাবারের বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, শহিদুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক তাজাম্মূল হুসাইন, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রনি, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান প্রমুখ।
খাবার পানি ও স্যালাইন পেয়ে ভ্যান চালক আব্দুর রহিম বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচ- গরমে আমাদের কথা চিন্তা করে এমপির ছেলে ফুয়াদ যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।
এ বিষয়ে এমপির ছেলে ফুয়াদ রিদওয়ান বলেন, তীব্র তাপপ্রবাহে আমি চেষ্টা করছি যারা পথচারী ও ভ্যান চালক আছে তাদেরকে স্বাস্থ্য সচেতন করার। এ জন্য পানি ও স্যালাইন বিতরণ করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here