অভয়নগর (যশোর) প্রতিনিধি : তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বেশি কষ্টে আছেন জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। চলমান এ দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য যশোরের অভয়নগরে মহান আল্লাহর দরবারে ইসতিসকার বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর থানা শাখার উদ্যোগে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আজিম উদ্দীন কাসেমী, সাংগঠনিক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিউল আলম, প্রশিক্ষন সম্পাদক মুফতি আরাফাত হাবিবী, প্রচার সম্পাদক মুফতি জাকির হোসাইন, বায়তুল মাল বিষয়ক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মৌলভী আব্দুল করিম, মাওলানা জাকারিয়া হোসেন, মাওলানা ওসামা আস সাইফী, মুফতি সুহাইল আহমাদ প্রমুখ।