মণিরামপুরের পশ্চিম অঞ্চলের ছয় ইউনিয়নের আনসার ভিডিপি সদস্য স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই সম্পন্ন

0
186

আনিছুর রহমান:- শনিবার বিকেলে খেদাপাড়া পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে   স্বচ্ছ প্রক্রিয়ায় মণিরামপুর  উপজেলার পশ্চিম অঞ্চলের ছয় ইউনিয়নের আনসার ভিডিপি সদস্য বাছাই করা হয়েছে। ছয় ইউনিয়ন থেকে ৪৭০ জন আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত হন। এদের মধ্য হতে বাছাই করে ৪৩৫ জনকে রাখা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন বাছাই কমিটির সভাপতি যশোর জেলার আনসার ভিডিবির কর্মকর্তা সি এ ম উল্লেখ্য হাব্বত আলী,  সদস্য সচিব মনিরামপুর উপজেলার কর্মকর্তা ইউ এ ভিডিও জেসমিন সুলতানা, সদস‍্য  টি আই এস এম ফারুক হোসেন ও ৬ ইউনিয়নের আনসার ভিডিপির কমান্ডারবৃন্দ। ইউনিয়ন গুলি হলো ১ নম্বর রোহিতা, ২ নম্বর কাশিমনগর, ৭ নম্বর খেদাপাড়া, ৮ নম্বর হরিহর নগর, ৯ নম্বর ঝাঁপা ও ১০ নম্বর মশ্মিম নগর ইউনিয়ন। উল্লেখ্য আগামী ৮ই মে মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলার কঠোর ভূমিকা রেখে দায়িত্ব পালন করবেন এই আনসার ভিডিপি সদস্যরা বলে সিএ জেসমিন সুলতানা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here