শার্শায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় 

0
223
জসিম উদ্দিন, শার্শা : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে যশোরের শার্শায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন।
শনিবার(২৭ এপ্রিল) সকাল ১১টায় নাভারণ হক কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন বলেন, স্থানীয় সরকারের শার্শা উপজেলার  জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চায়। যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে আগামীতে এক সাথে সকলের সমন্বয়ে কাজ করবো।
সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। যতদিন বেঁচে আছি শার্শার মানুষের সেবা করে যাবো। আমি সকলকে নিয়ে একসাথে কাজ করে একটি সুন্দর শার্শা উপহার দিতে চাই। সেজন্য সবাই আমাকে সহযোগিতা করবেন।
এর আগে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সোহরাব হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকগণ ছাড়াও উপস্থিত ছিলেন- “প্রেসক্লাব যশোর” এর সাধারণ সম্পাদক-মোঃ তৌহিদুর রহমান,”দৈনিক জনকন্ঠ” এর (শার্শা+বেনাপোল) প্রতিনিধি-মোঃ আবুল হোসেন সহ যশোর থেকে আসা সিনিয়র সাংবাদিকবৃন্দ। গোটা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন-নাভারণ ডিগ্রি কলেজের প্রভাষক-বনি আবু বকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here