কেশবপুরে উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য হারে ভোটার উপস্থিতি হবে – নির্বাচন কমিশনার

0
253

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অবঃ) বলেছেন,
‘ভোটার উপস্থিতি নিয়ে চিন্তার কোন কারণ নেই। উপজেলা নির্বাচনে উল্লেখযোগ্য
হারে ভোটার উপস্থিতি হবে। এই গরমের মধ্যে অন্যান্য স্থানে বিভিন্ন ভোট অনুষ্ঠিত
হচ্ছে। সেখানে কিন্তু ভোটার উপস্থিতি খুবই ভালো’। মঙ্গলবার বিকেলে পৌর শহরের আবু
শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ
কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার,
জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর
রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, কেশবপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম
প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৮ মে প্রথম ধাপে কেশবপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা
ভাইস চেয়ারম্যান দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটার সংখ্যা দুই লাখ
২০ হাজার ৯৫৪ জন। মোট ভোটকেন্দ্র ৯৫টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here